বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মান্যবর উপদেষ্টা, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল, মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের অন্যতম কর্ণধার, হাটহাজারি ভিক্ষু সমতির সভাপতি, মির্জাপুর শান্তিধাম বিহারের অধ্যক্ষ অনেক গুণের অধিকারি, ত্যাগদীপ্ত সংঘপুরুধা, শাসন সদ্ধর্মের আলোকদেশারি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সর্বোচ্চ সম্মান সংঘদেশারী উপাধি পদকে ভুষিত প্রয়াত শ্রদ্ধেয় আর্যশ্রী মহাস্থবির মহোদয়ের পেটিকাবদ্ব অনুষ্টান আজ ২৬ জুলাই ২০১৯ ইংরেজি, শুক্রবার, মির্জাপুর শান্তিধাম বৌদ্ধ বিহারে অনুষ্টিত হয়।
হাটহাজারি আঞ্চলিক ভিক্ষু সমিতি ও অত্র অঞ্চলের সকল বৌদ্ধ সম্পাদায়ের সার্বিক সহযোগিতায় এবং মির্জাপুর শান্তিধাম বিহারে দায়ক দায়িকাদের সুন্দর ব্যাবস্থাপনায় পেটিকাবদ্ধ অনুষ্টানে সভাপতিত্ব করেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাস্থবির, আর্শিবাদ ভদন্ত বোধিপাল মহাস্থবির, প্রধান অতিথি ভদন্ত দীপানন্দ মহাস্থবির, উদ্বোধক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাস্ববির, বিশেষ অতিথি ভদন্ত বোধিমিত্র স্থবির, ভদন্ত জ্যোতিময় মহাস্থবির, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাস্থবির, বিশেষ ধর্মদেশক ভদন্ত এম ধর্মবোধি স্থবির, ভদন্ত বোধিশ্রী ভিক্ষু, ভদন্ত সুমনশ্রী স্থবির, ভদন্ত বুদ্ধরত্ন স্থবিরসহ হাটহাজারি অঞ্চলের ভিক্ষু সংঘ এবং ফটিকছড়ি, রাউজান, মিরসরাই, সিতাকুন্ড অঞ্চলের মহান সংঘ। পেটিকাবদ্ধ অনুষ্টানে শ্রদ্ধেয় আর্যশ্রী মহাস্থবির মহোদয়ের জীবন দর্শন করে স্মৃতিচারণ করেন দেশক ও বক্তাগন বলেন প্রয়াত মহোদয়ে শাসন ধর্মে যে অনবদ্য অবদান রেখেগেছেন তা আমার সারাজীবন অনন্তরে জাগ্রত রাখবো।
Leave a Reply