সম্প্রতি তুরস্কে গিয়ে বিয়ে সেরেছেন নুসরাত। তার স্বামী একজন হিন্দু ধর্মের মানুষ। আর তাই তিনি বিয়ে শেষে মাথায় সিঁদুর দিয়ে ফিরেছেন নিজের লোকালয়ে। ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করেছেন নুসরাত!
আর তাতেই পড়েন সমালোচনার মুখে। সম্প্রতি তার মাথার এই সিঁদুর দেখে প্রশ্নের মুখে পড়েন তিনি যে হিন্দুকে বিয়ে করে হিন্দু ধর্ম গ্রহন করেছেন কিনা? এই ব্যাপারে নুসরাত বলেন, আমার মাথায় সিঁদুর দেখে অনেকে প্রশ্ন করেছেন, আমি কী হিন্দুকে বিয়ে করে হিন্দু হয়ে গেলাম?
আমার তো মনে হয় কোন ধর্ম অনুসরণ করব, সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার সকলের রয়েছে। আমি জন্মসূত্রে ইসলাম ধর্মের। সেটাই অনুসরণ করছি। কিন্তু সব ধর্ম এবং তার নিয়মের প্রতি শ্রদ্ধা রয়েছে আমার।
আমি এবং আমার স্বামী আমাদের ধর্ম পালন করছি। আমার তো মনে হয় এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, জীবনে নেগেটিভিটিকে কখনো গুরুত্ব দেইনি। কাজই সব সময় আমার হয়ে কথা বলেছে। এবারো তাই হবে। এই নিয়ে উগ্র ধর্মান্ধদের রাজনিতি না করার অনুরুধ জানান তিনি।
Leave a Reply