আক্রান্ত
০
চট্টগ্রাম জেলার মিরসরাই থানাস্থ মায়ানি বড়ুয়া পাড়ায় ঐতিহ্যবাহী “সুমঙ্গল স্মৃতি সংসদ” কর্তৃক আয়োজিত বাঙ্গালির প্রাণের উৎসর্ব প্রহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্টান মালার মধ্যদিয়ে শেষ হয়েছে ক্রিড়া ও মনোজ্ঞ
সাংস্কৃতিক এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
উক্ত প্রাণের উৎসর্বে সভাপ্রতিত্ব করেন সুমঙ্গল স্মৃতি সংসদের সভাপতি ও ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বিহারে অধ্যক্ষ এম ধর্মবোধি ভিক্ষু, আর্শিবাদক মায়ানি সুদর্শন বিহারে অধ্যক্ষ ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির, প্রধান অতিথি শিক্ষাবীদ শাসনবংশ মহাস্থবির, বিশেষ অতিথি ১৩নং মায়ানি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাষ্টার কবির আহম্মদ নিজামি, ৪,৫,৬ ওয়াড কমিশনার সিসেস্ নিরুপমা বড়ুয়া, ৪নং ওয়াড কমিশনার বাবু তরজু বড়ুয়া।
Leave a Reply