1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি : এম ধর্মবোধি স্থবির

প্রয়োজনীয়ঃ
আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট,সফটওয়্যার কিংবা মোবাইল এপ তৈরি করতে আজই যোগাযোগ করুনঃ ০১৯০৭৯৮৬৩৬৯ আমরা যেসব সার্ভিস দিয়ে থাকিঃ বিজনেস ওয়েবসাইট,ই-কমার্স ওয়েবসাইট,সোশ্যাল ওয়েবসাইট,অনলাইন নিউজপেপার,বেটিং ওয়েবসাইট,কেনা বেচার ওয়েবসাইট,শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ইত্যাদি। আমরা আরো যেসব সেবা দিয়ে থাকিঃ সুপারশপ সফটওয়্যার,ফার্মেসি সফটওয়্যার,ক্লথিং/বুটিক ষ্টোর সফটওয়্যার,একাউন্টিং সফটওয়্যার,HRM ম্যানেজমেন্ট সফটওয়্যার,স্কুল/কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার সহ সকল ধরনের মোবাইল এপ তৈরি করে থাকি আপনার বাজেটের মধ্যেই। তো দেরি না করে আজই যোগাযোগ করুন এবং অর্ডার করুন আপনার চাহিদা মত সেবা। ফিউচার টেক বিডি
শিরোনামঃ
স্বাধীনতা পরবর্তীকালে চট্টগ্রাম জেলায় প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হলো ঐতিহাসিক বড় উঠানের “বিশ্বমুড়া”য় রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ দীপংকর বুদ্ধের সাক্ষাৎ -সুমেধ তাপসে’র- ২য় পর্ব গৌতম বুদ্ধের অতীত জন্ম-সুমেধ তাপস, ১ম পর্ব বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটি অব নিউইয়র্ক” এর উদ্যেগে বার্ষিক বনভোজন ২০২৩ দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন দিলীপ বড়ুয়া বোধিসত্ত্ব-রুপে সুমেধ তাপস- জ্ঞান অন্বেষণ নিউজ আগুনে পুড়লো বুদ্ধমূর্তিসহ হাজার বছরের পুরনো মন্দির- জ্ঞান অন্বেষণ নিউজ উখিয়া দক্ষিণ মরিচ্যা বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ সুন্দরা মহাথের পরলোকে উখিয়ায় সন্ত্রাসী হামলায় আহত বৌদ্ধ ভিক্ষু মারা গেছেনঃ পুলিশ কাউকে আটক করেনি

গত ১ বছরে দেশে ১০৭ হিন্দু খুন, ২৫ হিন্দু নারী-শিশু ধর্ষণ, ২৩৫টি মন্দির ভাঙচুর

  • আপডেটের সময়ঃ শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ১৪৭৪ বার পঠিত

সনাতন ধর্ম ও বুদ্ধ ধর্মের অনুসারীগণ বাংলাদেশের সবচেয়ে প্রতারিত জনগোষ্ঠি! বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ৬০ লাখ হিন্দু শরণার্থী ভারতে যায়। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন যোগানোর পেছনে ভারত সরকারের অনেকগুলো কারনের মধ্যে এটাও একটা বড় কারন হিসেবে বিবেচিত। ভারত সরকার ভেবেছিল স্বাধীন বাংলাদেশ হবে একটি ধর্ম নিরপেক্ষ দেশ! পাকিস্থানের কবল থেকে মুক্ত হতে পারলে বাংলাদেশে হিন্দুসহ সকল ধর্মের মানুষ সমান মর্যাদায় নিরাপদে থাকতে পারবে। কিন্তু মুক্তিযুদ্ধের উদ্দেশ্য বঙ্গবন্ধুর মৃত্যুর পরই ব্যর্থতায় পর্যবসিত হয়।

ক্ষমতা দখলকারী পরবর্তী সরকারগুলো বাংলাদেশকে একটি ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করে। স্বাধীনতা বিরোধী জামায়াতকে রাজনীতিতে সম্পৃক্তকরন এবং যুদ্ধাপরাধীদেরকে মুক্ত করে দিয়ে দেশে ধর্ম ভিত্তিক রাজনীতির সুযোগ করে দেয় স্বৈরশাসক জিয়াউর রহমান। তার সময়েই সংবিধান পরিবর্তনের পর দেশে ‘ধর্ম নিরপেক্ষতা’ মুখ থুবড়ে পড়ে। এরপর জিয়ার মৃত্যুর পর আরেক স্বৈরাচারী শাসক হোসেন.মো. এরশাদের ক্ষমতায় আরোহন দেশকে আরও ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দেয়। পীরবাদ, ধর্মীয় আখড়ায় সরকারী পৃষ্ঠপোষকতা এবং সংবিধানকে সংখ্যাগরিষ্ঠ ধর্মগোষ্ঠীবান্ধব করে তোলাটা ছিলো কফিনে শেষ পেরেক ঠোকার মতো।

এরপর প্রয়াত স্বৈরশাসক জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়ার সরকারের সরাসরি মদদে দেশে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী দল জামায়াতকে সাথে নিয়ে দেশকে অন্ধত্বের দিকে ঠেলে দিতে থাকে তারা। ধর্মীয় মৌলবাদ বিষবৃক্ষে পরিণত হয়। সংখ্যালঘু জনগোষ্ঠী তথা হিন্দু, বৌদ্ধদের নির্যাতন, মন্দির, প্রতিমা ভাঙচুর, দেশত্যাগ, জোরপূর্বক ধর্মান্তরকরন, সম্পত্তি বেহাত নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। দেশব্যাপী ধর্মীয় মৌলবাদী শক্তি শক্ত অবস্থানে পৌঁছে যায়। রাস্তার অলিতে গলিতে গড়ে ওঠে জঙ্গিবাদ বিস্তারকারী হাজার হাজার মাদ্রাসা এবং মসজিদও। সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের ভেতর ধীরে ধীরে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষ তৈরী করা হয় সুকৌশলে। এজন্য দায়ী মূলতঃ ধর্ম প্রচারক মোল্লা সম্প্রদায়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জিহাদি বাণী প্রচার চলতে থাকে। গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, ওয়াজ মাহফিল, জুমার খুতবাসহ সর্বত্রই চলতে থাকে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি বিষোদ্গার।

সবশেষে বর্তমান শেখ হাসিনার আমলেও সংবিধানে থেকে যায়- বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া বাকিরা যেন দ্বিতীয় শ্রেণির নাগরিক! বিএনপি-জামায়াত জোটকে ভোট না দিয়ে হিন্দুরা ভোট দিয়ে নির্যাতনের শিকার হয়েছিল এর আগে। কিন্তু আশা ছিলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে অবস্থার পরিবর্তন হবে। কিন্তু অবস্থার উন্নতি তো হয়নি, যতোটা বেঁচেছিল তাদের আশা, সেটুকুও শেষ পর্যায়ে এখন। এই সরকারের সময়েই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে। সর্বসান্ত হয়েছে হাজার হাজার হিন্দু, দেশ ছেড়েছে কয়েকগুণ বেশি।

এখানে একটা পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশে গত ১ জানুয়ারি – ৩১ ডিসেম্বর, ২০১৭ তারিখ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের কমপক্ষে ১০৭ জন মানুষ সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের শিকার এবং ৩১ জন গুম হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু মহাজোট (বিজেএইচএম)। গত শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই চাঞ্চল্যকর দাবি করা হয়।

জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে “হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ১ জানুয়ারি – ৩১ ডিসেম্বর ২০১৭” শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করেন বিজেএইচএমের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দে। প্রতিবেদন অনুযায়ী, ৭৮২ জন হিন্দুকে দেশত্যাগ করতে বাধ্য হয় বা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। ২৩ জনকে অন্য ধর্মে রূপান্তরে বাধ্য করা হয়। তিনি আরো জানান, কমপক্ষে ২৫ জন হিন্দু নারী ও শিশু ধর্ষিত হয়, ২৩৫টি মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়।

পলাশ কান্তি দে দাবি করেন যে, প্রশাসনের অবহেলা এবং ক্ষমতাশীলদেরকে রাষ্ট্রীয় মদদই এই অত্যাচারের প্রধান কারণ, যার ফলে দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। নির্বাচনের সময় বিশ্বের অন্য কোন দেশে জাতিগত সংখ্যালঘুদের উপর এতো অত্যাচার হয় না, যতোটা এই দেশে হয়। আসন্ন জাতীয় নির্বাচনে হিন্দুদের ওপর আরও হানাহানি এবং হুমকির আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, তবে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করা কঠিন কিছু হবে না।

পলাশ কান্তি দে’র মতো আমরাও আশা করবো সংবিধান সংশোধন করে রাষ্ট্রকে মুসলমানিত্বের সাইনবোর্ডমুক্ত করা হোক। রাষ্ট্র হোক সকল ধর্মের, মতের, বর্ণের মানুষের। এখানে কোন ধর্মকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে না, কোন ধর্মগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে আইন ও নিয়ম নীতি তৈরী হবে না, কোন ধর্মগোষ্ঠীর ওপর কেউ চোখ রাঙাতে পারবে না, ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক বা বর্ণবাদী আচরণের উপযুক্ত বিচার ও শাস্তি দেয়া হবে। শুধুমাত্র শক্তিশালী অর্থনীতি ও সমৃদ্ধ রাষ্ট্র নয়, একটা সভ্য ও অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হতে চাইলেও সরকারকে এই দাবিগুলো পূরণ করতে হবে।

এই খবরটি সোশাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
জ্ঞানঅন্বেষণ কর্তৃক সকল অধিকার সংরক্ষিত © ২০২২
Developed By: Future Tech BD