প্রতিবেদক উপানন্দ ভিক্ষু- শিক্ষাবান্ধব সংগঠন প্রজ্ঞালোর বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।
শিক্ষাবান্ধব অন্যতম সংগঠন প্রজ্ঞালো’র বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গত ২৫/০১/২০১৯ তারিখ রোজ শুক্রবার ঐতিহ্যবাহী চান্দগাঁও শাক্যমুনি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভার শুরুতে মঙ্গলাচরণ করেন ভদন্ত প্রিয়পাল ভিক্ষু। মিরসরাই থানার দমদমা অভয়শরণ বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উপানন্দ ভিক্ষু(এম.বি.এ) মহোদয়ের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান জ্ঞাতির আসন অলংকিত করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক ভদন্ত এস লোকজিৎ মহাথের।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম সরকারি কলেজের পালি বিভাগের প্রধান অর্থদর্শী বড়ুয়া ও চট্রগ্রাম কর্মাস কলেজ হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুসেন কুমার বড়ুয়া।দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থী বাচাই করে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন ভদন্ত পরমানন্দ ভিক্ষু, এম রত্নসম্ভার ভিক্ষু,মান্না বড়ুয়া প্রমুখ।পরবর্তীতে অনুষ্ঠানের সভাপতি কনক বড়ুয়া মুন্না অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply