রাংগুনিয়া পাত্তালিকুন আনন্দরাম বিহারে অধ্যক্ষ ও সংঘরাজ ভিক্ষু মহাসভার সহকারি নির্বাচন কমিশনার ভদন্ত কর্মবীর শাসনপ্রিয় মহাথেরো ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতিসন্নিকতে অবস্থিত বিশ্বশান্তি পেগোড্যা’র উপধ্যাক্ষ ও হাটহাজারি অঞ্চলিক ভিক্ষু সমিতির প্রচার সম্পাদক ভদন্ত জে ধর্মবোধি থেরো মহোদয়ের পিতা প্রয়াত প্রিয়তোষ বড়ুয়ার ১ম মৃত্যুদিবস ও পুণ্যশীল উপাসিকা সন্ধ্যা রানী বড়ুয়া এবং মিনতি বড়ুয়ার আরোগ্য ধর্মময় জীবন কামনায় জোবরা সুগত বিহার প্রঙ্গানে অষ্টপরিস্কারদান, সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান ২১জানুয়ারি ২০২০ ইংরেজি, শনিবার খুবই সুন্দর ভাবে সমাপ্তি করা হয়।
উক্ত মহামঙ্গল ময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোবরা সুগত বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথেরো, প্রধান অতিথি ভদন্ত অধ্যাপক জীনবোধি মহাথেরো, মুখ্য আলোচক কর্মবীর ভদন্ত সুমঙ্গল মহাথেরে, প্রধান ধর্মদেশক ভদন্ত এস লোকজিৎ মহাথেরো, বিশেষ ধর্মদেশক প্রভাষক ভদন্ত সুনন্দ থেরো, ভদন্ত এম ধর্মবোধি থেরো, বিশেষ অতিথি ছিলেন ভদন্ত দীপানন্দ মহাথেরো, ভদন্ত ধর্মবংশ মহাথেরো, দীপংকর থেরো, ভদন্ত সুমনপ্রিয় থেরো, ভদন্ত শ্রদ্ধাবংশ থেরো, ভদন্ত আনন্দবোধি থেরো, ভদন্ত নিরোধানন্দ থেরো প্রমুখ।
Leave a Reply