প্রয়াত বিন্দু ভোষণ বড়ুয়ার বাৎসারিক সংঘদান সম্পান্ন
চট্টগ্রাম জেলার সর্বউত্তরে মিরসরাই থানাস্থ মধ্যে মায়ানি বড়ুয়া পড়ায় মাহজন বাড়ি নিবাসি প্রয়াত ধার্মীক উপাসক মাখন লাল বড়ুয়া ও তৎসহধর্মীনি পুণ্যশীলা উপাসিকা বিমলা সুন্দরী বড়ুয়ার কনিষ্ঠ সন্তান ধার্মীক উপাসক প্রয়াত বিন্দু ভোষণ বড়ুয়ার পুণ্যস্মৃতি স্বরণে বাৎসারিক সংঘদান সম্পান্ন হয়।
প্রয়াত বিন্দু কুমার বড়ুয়া প্রথমা কণ্যা রিমি বড়ুয়া, ছেলে বাবু রাজীব বড়ুয়া ও বিটাক কর্মকর্তা বাবু সজীব বড়ুয়ার সুন্দর ব্যবস্থাপনায় অষ্টপরিস্কারদান, সংঘদান ও জ্ঞাতী-ভোজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মায়ানি সুদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির, প্রধান অতিথি সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত কর্মদূত জিনালংকার মহাস্থবির, উদ্ধোধক শিক্ষাবিদ ভদন্ত শাসনবংশ মহাস্থবির, ধর্মদেশক ভদন্ত এম ধর্মবোধি স্থবির বিশেষ অতিথি, ভদন্ত মেত্তানন্দ স্থবির, ভদন্ত প্রিয়বংশ স্থবির, ভদন্ত বুদ্ধরক্ষিত ভিক্ষু, ভদন্ত উপানন্দ স্থবির।
Leave a Reply