জ্ঞান অন্বেষণ নিউজঃ– বাংলাদেশে আদিবৌদ্ধ নামে খ্যাত উত্তরবঙ্গের বৌদ্ধরা এক সময় বৌদ্ধ ধর্ম হারিয়ে ফেলেছে বিভিন্ন কারনে। যে উত্তরবঙ্গে মাটি খুড়লেই পাওয়া যায় বৌদ্ধ সভ্যতা, বৌদ্ধ ইতিহাস ও কৃষ্টি। দৃষ্টিনন্দন স্থান পাহাড়পুর বৌদ্ধ বিহার, সোমপুর বৌদ্ধ বিহার, জগদল বৌদ্ধ বিহার, ভাসু বিহার, হলুদ বিহার, মহাস্থানগড় বৌদ্ধ বিহার ইত্যাদি। চট্টগ্রাম ও কুমিল্লার কিছু ভিক্ষুসংঘ ও গৃহীসংঘের আত্মত্যাগের মাধ্যমে উত্তরবঙ্গে বৌদ্ধ ধর্মের নবজাগরণ সৃষ্টি হয়। নবজাগরন সৃষ্টি হলেও তারা অনেকাংশে ধর্মকে হৃদয়াঙ্গম করতে পারছে না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে।
এই অবস্থায় উত্তরবঙ্গে জন্মজাত ভিক্ষুসংঘ উত্তরবঙ্গে বুদ্ধের আদি ধর্ম ও শ্রেষ্ঠধর্মকে সকল শ্রেণী পেশার মানুষের মনে অঙ্কুরিত করার প্রত্যয়ে উত্তরবঙ্গ আদিবাসী বৌদ্ধ কল্যান পরিষদ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ১ফ্রেরুয়ারি ২০১৭ ইংরেজী এবং এই সংস্থার মধ্যদিয়ে অনেক কল্যাণকর কাজ করে এরই মধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছেন। আনন্দের বিষয় হলো বর্তমানে উত্তরবঙ্গের জন্মজাত অনেক আদিবাসী তরুণ ছেলে বুদ্ধকে অন্তরে ধারণ করে পবিত্র পাতিমোক্ষশীল গ্রহণ করে ভিক্ষু জীবন প্রতিপালন করে যাচ্ছে। চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, থাইল্যান্ড ও শ্রীলংকায় অবস্থান করে তারা ধর্মের কল্যাণ সাধন করে যাচ্ছে।
এখন আনন্দের সংবাদ হচ্ছে আগামী ১২ফ্রেরুয়ারি ২০২১ ইংরেজি, শুক্রবার উত্তরবঙ্গ আদিবাসী বৌদ্ধ কল্যাণ পরিষদের উদ্যোগে বৌদ্ধ ধর্মীয় মৌলিক শিক্ষার প্রচার ও প্রসার করার লক্ষে সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন, বৃর্ত্তি প্রদান,সনদপত্র বিতরন, সংঘদান, অষ্টপরিস্কারদান ও অষ্টাবিংশতি বুদ্ধ পূজা অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
এতে সকল ধার্মীক ও দানশীল ব্যক্তিবর্গের কাছে সার্বিক, অর্থনৈতিক সহযোগিতা কামনা করছি। আপনাদের দান আদিবাসী বৌদ্ধ সম্প্রদায়কে বৌদ্ধ জ্ঞানে আলোকিত করায় ভূমিকা রাখবে।
#যোগাযোগ- এম ধর্মবোধি থেরো – অধ্যক্ষ ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার, ফোন-০১৮২৭২৯৩৫৭০ (বিকাশ নং)
উত্তরবঙ্গের জন্মজাত ভিক্ষুঃ-
#ভদন্ত জ্যোতিশাক্য থেরো-০১৭৫ ২৮৫৬৪০৯
#ভদন্ত জ্যোতিব্রহ্ম থেরো- ০১৩০৭৮৭১২৯৭
#ভদন্ত শুভমিত্র ভিক্ষু – ০১৮৬১২৩৫৬৭৭
#ভদন্ত বিবেকানন্দ ভিক্ষু- ০১৭৪৮২৫১৫৩৯
#ভদন্ত সত্যলংকার ভিক্ষু – ০১৩১১৯৫৭১৬১
#শ্রীমান বিমলশ্রী শ্রামন- ০১৮৬৭৭৮২০০১
আপনাদের দান সাদরে গৃহীত হবে এবং উত্তরবঙ্গের ধর্মীয় সমাজ উন্নয়নে ব্যয় করে আপনাদের মঙ্গলার্থে পুণ্যদান করা হবে।
Leave a Reply