নিউইর্য়ক থেকে বাবু শুভাশিষ বড়ুয়াঃ-নিউইর্য়কে ধেয়ে আসছে ভয়াবহ তুষার ঝড় ৮ থেকে ১৪ ইঞ্চি তুষার পাতের আশংকা।
আর কিছু সময় পরে নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে তুষার ঝড়। সকাল থেকেই আকাশের মুখ ভার করে থাকা তারই ইঙ্গিত দিচ্ছে । এদিকে মেয়র জানিয়েছেন এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
আবহাওয়া বিদদের মতে নিউইয়র্ক সিটির মানুষ এই অঞ্চলে দুই বছরের মধ্যে সবচেয়ে বড় তুষার ঝড় দেখতে পাবে।
আজ বুধবার বিকাল থেকে এই ঝড় শুরু হবে। এই তুষার পাত আজ বিকাল থেকে শুরু হয়ে আগামী কাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে । ৮ থেকে ১৪ ইঞ্চি তুষার পাতের সাথে ৫০ মাইল বেগে (৮০ কিলোমিটার) বাতাস বয়ে যাবার আশংকা করেছে আবহাওয়া অধিদপ্তর ।এই দূর্যোগ মোকাবেলায় নিউইয়র্ক স্যানিটেশন বিভাগ স্নো পরিস্কারের জন্য ২ হাজার লাঙ্গল ট্রাক প্রস্তুত রেখেছে। তাছাড়া ৭শটি লবণের ট্রাক ১ শ মাইল মাইল রোডওয়ে ব্যবহার করে রাস্তায় লবন ছিটানোর কাজ শুরু করেছে ।
নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও বুধবার সন্ধ্যায় কাউকে জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে তাদের গাড়ি বাড়িতে রেখে এবং গণপরিবহনে চড়ার পরামর্শ দিয়েছেন ।
Leave a Reply