সম্পাদকীয়ঃ- এম ধর্মবোধি থের, সম্পাদক- জ্ঞান অন্বেষণন অনলাইন নিউজ পোর্টাল, অধ্যক্ষ ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বিহার,
ভালো কাজ সব সময় মনে আনন্দ যোগায়, গত ১২০ দিন সময়ধরে পৃথিবীর মানুষ মরনভয়ে দিশাহারা, কখন কাকে আক্রমন করে ভয়ংকর দৃষ্টির বাহিরে থাকা শক্তি করোনা ভাইরাস। এই চার মাসে কত স্বপ্নভঙ্গ হয়েছে মানুষের, কত চিন্তাচেতনার বিকাশ থমকে গেছে বলার অপেক্ষা রাখে না।
বিজ্ঞান দিন-রাত এক করে কাজ করছে ভ্যাকসিন তৈরি করতে। আড়াই-হাজার বছরপৃর্বে তথাগত বুদ্ধ বোধিজ্ঞান লব্ধজ্ঞানে ৯৬ প্রকার রোগের কথা বলেছেন, তিনি সময়সন্ধিক্ষণ এবং প্রকৃতির ভয়াবহতার কথা বিভিন্নভাবে বলেগেছেন। বলেগেছেন প্রাণি বৈশিষ্ট্যের কথা। যেগুলির অবহেলা করলে পৃথিবীতে ঘোর অন্ধকার নামবে, সত্যিকার অর্থে করোনা ভাইরাস বসুন্ধরাকে রাতের অন্ধকারের মত কালো করে দিয়েছে, দেখছি কিন্তু কিছু করতে পারছি না, শুনছি কিন্তু বলতে পারছি না, খাচ্ছি কিন্তু তৃপ্তি পাচ্ছি না, বুদ্ধবানী কখনো খন্ডন করা সম্ভব নয়। যদিও বিশ্বাসহীন ব্যাক্তিগন বিশ্বাস করেন না। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন শিক্ষা দিচ্ছে করোনা ভাইরাস।
জীবনের মর্মবুঝে নিজেকে সর্তক করা দরকার। মৃত্যু আপনাকে যেকোন সময় ডাক দিবে যখন নিজ নিজ অকুশল কর্ম (পাপকর্ম) পূর্ণহবে, সুতরাং বেঁচে থাকার জন্য, সুখে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, আরোগ্য দীর্ঘ জীবন লাভ করার জন্য জন্য কুশল কর্ম (পুণ্যকর্ম) প্রতিটি মানুষের দৈনিক ব্রত হিসাবে গ্রহন করা দরকার।
বর্তমানে করোনা ভাইরাসের কারনে মানুষ কর্মহীন হয়ে পরেছে, খাদ্য, অর্থবিত্তে, অভাব অনটনে কষ্ট পাচ্ছে, অনেকের ঘরে খাবার নাই, ঔষধ ক্রয় করার অর্থ নাই, পৃথিবীতে এক শুণ্য অধ্যায় রচনা হয়েছে।
এত দুঃখের মধ্যেও আশার আলো হচ্ছে কিছু মানুষ, যাদের ত্যাগত্যাজদীপ্ত চিন্তাধারায় দেশের, গ্রামের অসহায় মানুষের কল্যানে আত্মদীপ হয়ে কল্যান সাধন করছে মানবতার উজ্জল প্রদীপ হয়ে।
অনন্তজম্মের অফুরান্ত জ্যোতিতম হয়ে জম্মহয় মানব কুলে আর এই জম্মকে সার্থক করতে হবে সাম্য, মৈত্রির আবরনে, মেত্তা, করুণা, মুদিতা, উপেক্ষার অনুশীলনে এবং দান, শীল, ভাবনার দীক্ষায়।
জয় হোক মানুষের, জয় হোক মানবতার, জয় হোক বিশ্ববাসির, জগতের সকল প্রাণি সুখি হোক। বসুন্ধরা করোনা ভাইরাস থেকে মুক্তি পাক।
Leave a Reply