চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাস্থ প্রাচীন বৌদ্ধ জনপদ, ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের সুনামধন্য উপাসক, ঐতিহ্যবাহী আবদুল্লাপুর শহীদ দীপক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজের বিবিধ উপকারি, আবদুল্লাপুর শাক্যমুনি পালি টোলে যার অবদান অনবদ্য, বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা, বীর মুক্তিযুদ্ধা প্রয়াত সম্বোধি প্রসাদ বড়ুয়া’র ৪র্থ প্রয়ান বার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়িতে ১১জানুয়ারি ২০১৯ ইংরেজি, শুক্রবার প্রয়াতের সহধর্মীনি অনুভা বড়ুয়া ও একমাত্র পুত্র উদায়মান সমাজ সেবক বাবু দেবাশিষ বড়ুয়া(সাথি) কর্তৃক আয়োজিত অষ্টপরিস্কারদান, সংঘদান ও স্মৃতিচারন সভা অনুষ্টিত হয়,
উক্ত মহৎ পুণ্যদান অনুষ্ঠান এম ধর্মবোধি ভিক্ষুর উদ্ধোধনী দেশনার মাধ্যমে সকাল ১০টাই শুরু হয় অষ্টপরিস্কারদান ও সংঘদান এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল, মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের বর্ষিয়ান সংঘপুরুধা, ফটিকছড়ি অঞ্চলের আঞ্চলিক সংঘ প্রধান ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবির, প্রধান অতিথি রূপে উপস্থিত কোটেরপার ত্রিরত্নাংকুর বিহারের অধ্যক্ষ ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবির,প্রধান ধর্মদেশকের আসন গ্রহন করেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সাধারন সম্পাদক ডক্টর অরুনজ্যোতি মহাস্থবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভদন্ত সুমনতিষ্য মহাস্থবির, ভদন্ত দীপানন্দ স্থবির, ভদন্ত জ্যোতিশাক্য স্থবিরসহ গুনত্তম ভিক্ষু সংঘ।প্রয়াত সম্বোধি প্রসাদ বড়ুয়া’র ৪র্থ প্রয়ান বার্ষিকী উপলক্ষে সম্বোধি প্রসাধ বড়ুয়ার সহধর্মীনি পুণ্যশীলা উপাসিকা অনুভা বড়ুয়া মহান ভিক্ষু সংঘকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং একমাত্র পুত্র তরুন সমাজ কর্মী দান শীল ব্যক্তিত্ব বাবু দেবাশীষ বড়ুয়া (সাথি) সংঘদান অনুষ্ঠান সুন্দর সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply