বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাইকোর্ট খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে যে রায় দিয়েছেন, তা আমরা মানি না। জনগণও মেনে নেবে না। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদেরর তিনি একথা বলেন।
দুই বছরের বেশি দণ্ড হলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না, হাইকোর্টের এমন আদেশে আশাহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলেন, নির্বাচনের আগে এমন রায়ে বেগম জিয়া নির্বাচন করতে পারেন না। এটা সরকারের ইচ্ছার প্রতিফলন। সকালে (মঙ্গলবার) দুই বছরের বেশি দণ্ড হলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দুদক আইনজীবী।
Leave a Reply