ফটিকছড়ি থানাস্থ ফরাঙ্গরখীল গৌতম মুনি বৌদ্ধ বিহারের পুণ্যশীলা উপাসিকা মঞ্জু রানী বড়ুয়াকে স্মৃতিময় করে রাখার জন্য ২৩ নভেম্ভর ২০১৮ ইংরেজি, শুক্রবার তাঁর পারলৌকিক সৎগতি কামনায় বাৎসরিক সংঘদান ও অষ্টপরিস্কারদান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম ভিক্ষু সমতির সহ-সভাপতি ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবির, প্রধান অতিথি ভদন্ত সুমেধানন্দ মহাস্থবির, প্রধান ধর্মদেশক গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রিপ্রিয় মহাস্থবির, বিশেষ অতিথি ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এম ধর্মবোধি থের, আরো উপস্থিত ছিলেন ভদন্ত অজিতাবংশ থের, ভদন্ত দীপানন্দ থের, ভদন্ত জ্যোতিশাক্য থের।
স্বাগতভাষণ প্রদান করেন বাবু রতন বড়ুয়া, শিক্ষক বাবু দুলাল বড়ুয়া ও প্রয়াতা মঞ্জু রানী বড়ুয়ার সু-সন্তান সাংবাদিক বাচ্ছু বড়ুয়া।
প্রয়াতা মঞ্জু রানী বড়ুয়া ব্যক্তি জীবনে তিন সন্তান রেখে যান সাংবাদিক বাচ্ছু বড়ুয়া, জিসু বড়ুয়া, খোকন বড়ুয়া।
Leave a Reply