সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেশ কয়েকটি সংগঠনের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শাহবাগ মোড়ের চতূর্দিকে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীরা অবস্থান নেন। এতে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী নগরবাসী।
ঘটনাস্থলে থাকা আমাদের প্রতিবেদক জানান, এ আন্দোলনে অংশ নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধা প্রজন্মসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। তারা বুধবার মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ওইদিন বিকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেন।
ঘটনাস্থলে আন্দোলনকারীরা ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে। এর আগে গতকাল আন্দোলনকারীরা শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে আগুন দিয়ে তাদের প্রতিবাদ জানায়।
এদিকে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা শাহবাগ মোড় অবরোধ করায় পুরো শহরে তীব্র যানজট দেখা দিয়েছে। দুর্ভোগে নাকাল রাজধানীবাসী বিকল্প সড়ক দিয়ে চলা গাড়িগুলোতে চড়ে বসছেন। কিন্তু তাতেও সৃষ্ট এই যানজটের কোনো সুরাহা হচ্ছে না। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী ব্যক্তিরা। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগে দায়িত্বরত ট্রাফিকের সহকারী কমিশনার।
তিনি বলেন, শাহবাগ মোড় বন্ধ থাকায় বাস বা ব্যক্তিগত গাড়িগুলোকে বিকল্প রাস্তা দিয়ে চলাচলের জন্য ঘুরিয়ে দেয়া হচ্ছে। তবে এভাবে সারাদিন চললে যানজট সামাল দেয়া সম্ভব হবে না। ট্রাফিক সামলাতে খুব বেগ পেতে হচ্ছে পুলিশকে।
উল্লেখ্য, বুধবার সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির (নবম থেকে ১৩তম গ্রেড) পদে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply