কলকাতা প্রতিনিধি: দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ১০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে, ইমামদের ভাতা কেন বাড়ানো হবে না? এই দাবিতে পথে নামলেন রাজ্যের ইমাম ও মুয়াজ্জেনরা। প্রথমবার সংখ্যালঘুদের প্রশ্নের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্ন অভিযান করে অল বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশনের সদস্যরা।
সূত্রের খবর, ওই র্যালিতে এমন অনেক ইমামও ছিলেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই শোনা যায়। ২০১১-তে ইমামদের ভাতা ঘোষণা করে বিতর্কের মুখে পড়েছিলেন মমতা। তাঁর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছিল রাজ্যবাসী। তারপর সাত বছর কেটে গিয়েছে। রাজ্য রাজনীতির সমীকরণেও অনেক বদল এসেছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ আরও জোরালো করেছেন বিরোধীরা। কিন্তু ইমামদের ভাতা ২৫০০ থেকে আর বাড়াননি মমতা। এবার সেই ভাতা বাড়ানোর আবেদন জানাচ্ছেন ইমামরা।
রাজ্য জুড়ে ২৮০০০ ক্লাবকে ১০,০০০ টাকা করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘোষণার পরই সংখ্যালঘুদের তরফে দাবি, রাজ্যের আরও বেশি মাদ্রাসাকে সাহায্য করুক সরকার। বর্তমানে ২০০ মাদ্রাসাকে সরকার আর্থিক সাহায্য করে। আগামিদিনে ১০,০০০ মাদ্রাসাকে সাহায্য করার জন্য আবেদন জানান ইমামরা।
একইসঙ্গে একজন মুসলিম পুলিশ কমিশনার নিয়োগের দাবিও জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, এদিনের র্যালিতে পুলিশ অনুমতি দেয়নি। গত সাত বছরে এই প্রথমবার সংখ্যালঘুদের কোনও র্যালিতে অনুমতি দিল না রাজ্য সরকার। বুধবার কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে থেকে শুরু হয় ওই র্যালি।
Leave a Reply