ভারত বাংলা উপমহাদেশের থেরবাদ পুনঃজাগরনের, বাংলাদেশ তথা বুদ্ধ শাসনের যে সমস্ত ক্ষনজম্মা মহান পুরুষ নিজের জীবনকে মানবের কল্যানে উৎসর্গ করেছেন এবং তাদের মধ্য অন্যতম ভদন্ত সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থবির। যিনি বর্তমানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি তথা সর্বোচ্চ সংঘসভার নির্বাহী প্রধান। সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থবির বাংলাদেশ তথা বৌদ্ধ বিশ্বে একজন সুপরিচিত নাম।
তিনি রাংগুনিয়া থানার রাজানগর (বর্তমান) সোনারগাঁও গ্রামে একটি আর্দশ বৌদ্ধ পরিবারে জম্মগ্রহন করেন। তার পিতা কামিনী বড়ুয়া ও মাতা প্রফুল্ল কুমারী বড়ুয়া।
জম্ম- ৬ডিসেম্বর ১৯৩৬ সনে অজিত বিক্রম বড়ুয়া (অজিতানন্দ মহাস্থবির) জম্মগ্রহন করেন।
শিক্ষা- ১৯৬১ সনে ম্যাট্রিক ( এস এস সি ) ১৯৬৬ সনে ইন্টারমিডিয়েট ( এইচ এস সি) ১৯৭০ সনে বি এ পাস করেন।
এই মহান মহাপন্ডিত জাতি সমাজ ও দেশের কল্যানে নিজের জীবন করেছেন উৎসর্গ । বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দুই বার নির্বাচিত সভাপতি একাধারে ছিলেন শিক্ষাবীদ, সমাজ পরিবর্তনের অগ্রদূত, মহাত্যাগী, ও অনাথেরনাথ। এমন পুণ্যপুরুষ আজ সকাল ৮.৩০ মিনিটে নির্বান পথের পথিক হয়েছেন।
Leave a Reply