নিউইয়র্ক প্রবাসি বাবু শুভাশিষ বড়ুয়া ও প্রসেনজিৎ বড়ুয়া’র অনুপ্রেরনায় ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত রাঙামাটির ঊষা চাকমার চিকিৎসার জন্য নিউইয়র্ক থেকে যারা সাহায্য পাঠিয়েছেন , তাদের সবাইকে ঊষা চাকমার পরিবার – পরিজনেরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের সকলের দেয়া সেই অর্থ (যা বাংলাদেশ টাকায় ৫০ হাজার টাকা) রোগীর পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় ।
ফটিকছড়ি থানাস্থ ঐতিহাসিক পুণ্যতীর্থ আবদুল্লাহপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত এম ধর্মবোধি ভিক্ষু নিউইয়র্ক প্রবাসিদেের পক্ষ হয়ে ঊষা চাকমার হাতে ৫০ হাজার ৭ শত টাকা তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন ভদন্ত জ্যোতিশাক্য ভিক্ষু, বাবু বনকুশুম বড়ুয়া, শিক্ষক রাজিব বড়ুয়া বাবু উদায়ন বড়ুয়া ও ঊষা চাকমার পরিবার বর্গ।
ঊষা চাকমার সু-চিকিৎসার জন্য যারা আমেরিকা থেকে যারা সাহায্য পাঠিয়েছেন –
করবী বড়ুয়া, বেশ্বান্তর ও লাকী বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া, রনবীর বড়ুয়া, জয়দ্বীপ বড়ুয়া, রুবেল বড়ুয়া, অয়ন বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, ডালিম বড়ুয়া, শিপুল বড়ুয়া, মনি বড়ুয়া, টিটু বড়ুয়া, সাম্যশ্রী বড়ুয়া, সুমন সিংহ, লুলু বড়ুয়া, পনি বড়ুয়া, দীপা ও দীপ্ত বড়ুয়া , এ্যানী বড়ুয়া, শুভাশীষ বড়ুয়া ।
আপনাদের এই মহৎ ত্যাগের মাধ্যমে একজন মা নতুন ভাবে একটা জীবন লাভ করবে। সকলের জয় মঙ্গল হোক।
Leave a Reply