প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ আপনাকে অবিশ্বাস করে। কারণ আপনি ভারতকে কেবল দিতে পারেন, ভারত থেকে কিছু আনার ক্ষমতা নেই।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার ‘স্বাধীনতা ফোরাম’ নামের একটি সংগঠন আয়োজিত যুব সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি গণমাধ্যমের মাধ্যমে এ দেশের জনগণের পক্ষ থেকে জানতে চায়, প্রধানমন্ত্রী এই যে বললেন, অনেক দিয়েছেন। ভালো করে জানা নেই কী কী ভারতকে দিয়েছেন? আপনি দয়া করে জনগণের সামনে প্রকাশ করুন কী কী দিয়েছেন। তিনি বলেন, ভারত সফরে তিনি (প্রধানমন্ত্রী) কেন গেলেন, কী করলেন, কী দিলেন এবং কী আনলেন—এসবের বিস্তারিত বলেননি। অথচ খালেদা জিয়া, বিএনপি, বদরুদ্দোজা চৌধুরী এমনকি রুহুল কবির রিজভীকে নিয়ে যেসব কথা বলেছেন, তা শুনে লজ্জায় মাথা নত হয়ে যায়। একজন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ভারত সফরের কথা বলে ডেকে নিয়ে, কীভাবে এসব কথা বলতে পারেন?
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভারত থেকে আপনারা (সরকার) কী এনেছেন? আপনারা বারবার ভারত যান। আমাদের বাঁচা-মরার যে সমস্যা, সেই পানির সমস্যার ব্যাপারে কোনো সমাধান আনতে পারেননি। এমনকি বিষয়টি আলোচনার বিষয়বস্তু করতেও পারেননি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, উচ্চ আদালত যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে কেন খালেদা জিয়া হাইকোর্টে জামিন পাওয়ার পরেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে দিয়ে তাঁর কারাবাসকে দীর্ঘায়িত করছেন? সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে সরকার খালেদা জিয়াকে আবদ্ধ রেখেছে। সরকার যদি আবদ্ধ না রাখত, তাহলে হাইকোর্টে জামিনের পরে সরকারের পক্ষ থেকে আপিল করা হলো কেন?
নেতা-কর্মীদের উদ্দেশ করে খন্দকার মোশাররফ বলেন, আন্দোলনে স্বৈরাচারের টনক নড়ে এবং স্বৈরাচারের পতন হয়। সেই আন্দোলন করতে হবে। আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নেতা-কর্মীদের আহ্বান জানান।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
Leave a Reply