
২৮ বছরের তরুণ টিটু বড়ুয়া। এখন বয়স নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু তিনি দাঁড়াবেন কী করে, তার তো পা-ই নেই। তবে জন্মসূত্রে পঙ্গু নন এ তরুণ। কিছুদিন আগেও তার সুস্থ সবল দুটি পা ছিল আর দশজন স্বাভাবিক মানুষের মতো। গত ৫ এপ্রিল নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ঊরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় টিটুর বাঁ পা।
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া উচ্চ বিদ্যলয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবিমল ও শিখা রানী বড়ূয়া দম্পতির তিন সন্তানের মধ্যে সবার ছোট টিটু। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। টিটুই বৃদ্ধ বাবা-মায়ের একমাত্র অবলম্বন। এইসএসসি পাস টিটু চট্টগ্রাম ইপিজেডে আজিম গ্রুপে চাকরি করতেন। গত ৫ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রামের আকবর শাহ মোড়ে সিএনজিচালিত অটোরিকশায় চালকের ডান পাশে বসে ছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল অটোরিকশাটি। নিয়ন্ত্রণ হারানো চালকহীন ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-১৭৮৯) পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান টিটু। তার বাঁ পায়ের ওপর দিয়ে যায় ট্রাকটি। এরপর আর কী ঘটেছে মনে নেই টিটুর। চট্টগ্রাম মেডিকেল কলেজে জ্ঞান ফিরে দেখেন এক পা নেই।
চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতাল এক সপ্তাহে চিকিৎসাধীন অবস্হার অবনতি হলে গত ৫ ই মে বিএসএমএমইউতে আনা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক কৃষ্ণপ্রিয় দাসের অধীনে চিকিৎসাধীন টিটু। কৃষ্ণপ্রিয়ের সাথে কথা বলে জানা গেছে টিটুর অবস্থা স্থিতিশীল হলেও এখনও শঙ্কামুক্ত নন। পা হারানো ছাড়াও টিটুর শরীরের একটি অংশের চামড়া উঠে এসেছে। তা সারাতে যত তাড়াতাড়ি সম্বম অস্ত্রোপচার করতে হবে। ড্রেসিং, কেবিন ভাড়া, রক্ত ও ওষুধ বাবদ প্রতিদিন ১৫ হাজার টাকা খরচ হয় তার চিকিৎসায়। প্রতিদিন রক্ত দিতে হয়।
যত তাড়াতাড়ি সম্বম টিটুর অস্ত্রোপচার করতে হবে পায়ের কাটা জায়গায়। কৃত্রিম পা লাগাতে হবে। এর জন্য দরকার কয়েক লাখ টাকা। কিন্তু এত টাকা ব্যয় করার সামর্থ্য নেই টিটুর পরিবারের। …মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য! আমরা তো পারি টিটু বড়ুয়া কে বাঁচাতে! আসুন আলোর মুখ ফিরিয়ে দিই, অসহায় মানুষের গগনে। …আপনারা সবাই একটু সাহায্য করে যদি একটা জীবন বাঁচাতে পারেন, এর চেয়ে ভালো লাগা আর কিছুতে নাই!
বিকাশ নাম্বার:-
01820295156
01824608900
Rupesh Barua & Papiya Barua
A/c No-4103730805300
AB Bank limited, Station Road Branch
Chittagong.
সাহায্যদান দেবার পূর্বে বিস্তারিত জানার অনুরোধ করছি –
০১৮১৬১০৯২৫৬
টিটুর বাবা( সুবিমল বড়ুয়া)
০১৮৩৬৯২১৫৩১
শর্মি বড়ুয়া (টিটুর বড় বোন)।
Leave a Reply